গুগল থেকে থিম ডাউনলোড করে ব্যবহার করলে কোনো সমস্যা হবে?

1
আপনি নতুন একটি Wordpress সাইট তৈরি করেছি তবে এখন থিম , প্লাগিন কেনার মতো বাজেট নেই। তাই এখন আমি যদি গুগল থেকে থিম ডাউনলোড করে সাইটে এড করি তাহলে কোনো সমস্যা হবে?

Re: গুগল থেকে থিম ডাউনলোড করে ব্যবহার করলে কোনো সমস্যা হবে?

2
প্রশ্ন করার জন্য ধন্যবাদ।

অনেক হ্যাকার বা স্প্যামার তাদের সাইটে ভাইরাস যুক্ত থিম , প্লাগিন এড করে রাখে যেসব কেউ তার সাইট এড করলে সেই সাইটে ভাইরাস আক্রমণ করা থেকে শুরু করে সাইট হ্যাক পর্যন্ত হতে পারে। তাই পরিচিত কেউ না হলে কারোর থেকে এসব ফাইল নিয়ে ব্যবহার না করার বেস্ট প্র্যাকটিস।

আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।